প্রাচীন পৃথিবীর অমীমাংসিত মৃত্যু রহস্য | Mystery of Ancient World's Unresolved Death | NuMa Suspense





প্রাচীন পৃথিবীর অমীমাংসিত মৃত্যু রহস্য | Mystery of Ancient World's Unresolved Death | NuMa Suspense



হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।



This Video Covered :

শূলবিদ্ধ খুলি



২০০৯ সালের কথা। একদল প্রত্নতত্ত্ববিদ সুইডেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মোটালায় প্রায় ৮,০০০ বছরের পুরনো একটি বসতি খুঁজে পান যার নাম দেয়া হয় কানালজর্ডেন। সেখানেই একটি অগভীর লেকের তলদেশে তারা পাথর চাপা দেয়া এক গণকবরের সন্ধান পান। কবরটিতে ১১টি খুলি ও খুলির অংশবিশেষ পাওয়া গিয়েছিলো। আশ্চর্যজনক ব্যাপার হলো, এ খুলিগুলোর মাঝে দুটি কাঠের শূলে আটকানো ছিলো। অন্যগুলোর অবস্থা দেখে মনে হচ্ছিলো যে, সেগুলোরও বুঝি একই দশা হয়েছিলো।



 আজও প্রত্নতত্ত্ববিদেরা জানতে পারেন নি সেই দুর্ভাগাদের আসল পরিচয় আর কেনই বা তাদেরকে এভাবে কবর দেয়া হয়েছিলো। এমনকি এক মহিলার খুলির ভেতর আরেক মহিলার খুলির অংশবিশেষ কীভাবে এসেছিলো সেই রহস্যেরও কোনো কূলকিনারা করতে পারেন নি তারা।



 অবশ্য এ পরিস্থিতি ব্যাখ্যার জন্য বিজ্ঞানীগণ দুটি তত্ত্ব দাঁড় করিয়েছেন। এগুলোর পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ অবশ্য তাদের হাতে নেই।



 ১) হয়তো মাংস পচে যাবার পর মৃতদের আবার তোলা হয়েছিলো। তারপর শূলে খুলিগুলো গেঁথে তাদের দ্বিতীয়বার কবর দেয়া হয়। সুইডেনে খুঁজে পাওয়া আরেকটি মেসোলিথিক স্থানে এমন চর্চা এককালে প্রচলিত ছিলো।



 ২) হয়তো কোনো যুদ্ধে শত্রুর হাতে নিহত হয়েছিলেন তারা। পরে তাদের খুলিগুলো শূলে গেঁথে নিয়ে আসা হয়েছিলো স্মারক হিসেবে।



VoiceOver: Masud Rana



Do you want to know the unknown part of our Universe? Here NuMa Suspense ...

NuMa Suspense is a YouTube channel. Here you watch Bangla mysterious videos. Every Friday and Tuesday we upload brand new videos for you. Enjoy and Stay with NuMa Suspense.



Video Link: https://youtu.be/GL6qZWqkJAw



Subscribe NuMa Suspense : Subscribe



We provide the world's most unknown mystery for you in Bengali. For example, Mysterious Bangla Video: Mysterious Place, Mysterious Incident, Mysterious Story, Real Life Story, etc.  If you like our videos, please Like, Comment and Share with your friends and family. If you are new in our channel, please Subscribe NuMa Suspense and Click the bell icon for the latest update.

Thank you so much for staying with us.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Publish By NuMa Suspense